ওরে বাদুড় ওরে বাদুড় যাসনে রে তুই উড়ে
অন্ধকারে হারিয়ে যাবি যাস যদি খুব দূরে
থাক রে ঝুলে গাছের ডালে, উল্টো করে মাথা
খা না পাকা আম জামরুল, খা না পাকা আতা
রাতের বেলা কিচকিচিয়ে গা না রে তুই গান
হুতুমপেঁচার ল্যাজ ধরে তুই দে না জোরে টান
কর না রে তুই তোর যা খুশী, যখন যা মন চায়
কে তোকে রে করছে বারণ, কে তোকে আটকায়
যাস না শুধু দূরের দেশে অন্ধকারে উড়ে
হারিয়ে যাবি বোকা বাদুড়, পালাস যদি দূরে।