ওরে ওরে কুমীর তুই কোথা যাস ওরে
তুই যে কত ইম্পর্ট্যান্ট কীভাবে বোঝাই তোরে
যাস তুই ছুটে কেন রে কুমীর যাস রে কীসের পানে
কেন রে তুই মেলাস না গলা কাকাতুয়ার গানে
কেন তোর রে হাঁটুতে বাঁধা সবুজ পট্টি ওই
কোথা থেকে কোথা চলে যাস তুই, যেন কোন উড়ো খই
ঘাসে ঘাসে ফোটে ফুল দ্যাখ তুই, ফুলে ফুলে ওড়ে মাছি
সব ফেলে তুই ছুটে বেড়াস সাইপ্রাস থেকে সাঁচী
দাঁতে কেন তোর লেগে রে এখনো কাঠবাদামের খোসা
ভেবে দ্যাখ যেন ব্ল্যাক হোল এক দিশাহারা প্লেন ধোসা
যাস নে রে তুই ওই পথ দিয়ে যাস না ওরে তুই ধেয়ে
যা পড়ে সামনে এরকমভাবে নিস না ওরে তুই খেয়ে
দেখিস একদিন বুঝবি রে তুই ঠিকই বুঝবি একদিন
ছুটে যেতে যেতে একদিন হয়ে যাবি দিগন্তে বিলীন।