একটা শেয়াল ফাঁদে পড়েছিল। কোনোমতে টানাটানি করে ছাড়া পেয়ে পালায়, কিন্তু তার লেজটা সেই ফাঁদে কাটা পড়ে যায়।
তারপর সেই লেজকাটা শেয়ালের খুব মুশকিল হল। একসময় তার অত ভালো সুন্দর গর্জাস লেজ ছিল, তাই নিয়ে সে কত স্টাইল মারত। এখন সেই লেজ কাটা গেছে, – যে দেখে সেই তাকে ঠাট্টা করে। লেজ নিয়েই ছিল তার কায়দাকানুন, সেটাই খোয়া গেল। খুবই লজ্জার কথা হল।
তখন শেয়াল করল কী, সবাইকে বলে বেড়াতে লাগল – ‘তোরা কি আর এর মর্ম বুঝবি? এটাই হল আসল স্টাইল। এসব তোরা বুঝবি না। কোনোদিন যদি লেজ কাটানোর মতো লেভেলে যেতে পারিস, তখন দেখবি।’
যাকে দেখে তাকেই এরকম বলে বেড়ায়। আস্তে আস্তে চতুর্দিকে তার নামডাক হয়ে গেল। খাতির কমার বদলে লেজকাটা বলে খাতির বেড়ে গেল। তার কথা শুনে আরো অনেকে লেজ কাটিয়ে লেজকাটা হয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে একটা নদীতে অনেক কুমীর আর কামঠ থাকত, অ্যামপুটেশনের ব্যবসা করে সেই নদী লাল হয়ে গেল।
লেজকাটা শেয়াল কিন্তু জানত, যে লেজকাটা হওয়াটা তার লাভ নয়, লস। কিন্তু মুখরক্ষা করতে সে ব্যাপারটা কায়দা করে বদলে নিল।
এরকম লেজকাটা শেয়াল আমাদের আশেপাশেও অনেক দেখা যায়। তাদের সবারই একসময়ে নিজস্ব লেজ ছিল, সেই লেজ নিয়েই তাদের সবকিছু ছিল। পরে ফাঁদে পড়ে কাটা গেছে। কিন্তু সেই কথা মেনে নিলে ভারী লজ্জার কথা হয়। তাই তারা এখন সবাইকে ঠেলে ঠেলে লেজ কাটাতে পাঠায়, আর সবজায়গায় বলে, ‘লেজ কাটানো কী জিনিস তা তোরা কী বুঝবি? যদি কোনোদিন…’
Eta aageo porechhi bodhoy. Relatable af. And amazingly presented.
হুঁ, এটা ফেসবুকে দিছিলাম। আমেজিংলি পেজেন্টেড…