স্বপ্ন নয়

ও আমার দেশের মাটি, তোমায় মাড়াই রাস্তা ঘাটে সকাল-সাঁঝে,
এলইডি আলোর আড়ে ছায়ায় বাড়ে তোমার চোখের ভর্ৎসনা যে,
প্রগতির প্রশস্ত পথ মুচকে ডাকে মা আমাকে, রয় না মনে –
অতীতের কোন্ পাতাতে যাত্রী পেরোয় মরু-পাহাড় নির্বাসনে।
পাপে না পুণ্যে কোনো এ মাটিতে জন্ম নিলাম তোমার দেশে,
কেন চেয়ে আছ গো মা, যে মুখ চেয়ে রইলে বসে নই আমি সে,
বয়ে যায় দুঃখে সুখে হেলায় খেলায় রাত্রি প্রভাত তাল-বেতালে
জানি না কোন তরুণের স্বপ্ন ঢেলে কে এখানে প্রদীপ জ্বালে,
কে হাঁকে নিষিদ্ধ এক মন্ত্র-স্লোগান,”লড়াই বাকি, কেউ থেমো না”,
ভুলে যাই হাজার-শোনা গল্প হলেও সত্যি এসব, স্বপ্ন তো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *