ওরে ওটাং ওরে ওটাং কোথায় যাস রে তুই
কেন রে তুই করিস না চাষ গোলাপ টগর যুঁই
খাস না কেন নাক্সভমিকা যাস না কেন স্কুলে
কেন রে তুই পাসওয়ার্ড তোর বারবার যাস ভুলে
চালের ওপর শালিখ ডাকে, গোয়ালে ডাকে মোষ
কেন রে তুই একলা শুধু বসে ব্যাজার হোস
দ্যাখ না চেয়ে ঠাকুরদাদার হলুদ রঙের চাদর
তোকে নিয়ে গান বেঁধেছে গুয়ারিবাস বাঁদর
জানিস না তুই ক্যালকুলাস আমাদের কত কাজে লাগে
কেন আমাদের প্রধানমন্ত্রী চা বিক্রি করতেন আগে
এসব কিছুই না করে তুই যাচ্ছিস কোথায় ওরে
দেখবি একদিন মরে যাবি রাস্তায় গাড়িচাপা পড়ে।