টোনি । কাল রাত্তিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি, থানোস ব্যাটা একটা লম্বা তালগাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে— পপাত চ, মমার চ!
রোডি । তবে হয়তো থানোস ব্যাটা সত্যি সত্যিই মরেছে— রাজস্বপ্ন মিথ্যা হয় না।
সকলে । হয় না, হবে না— হতে পারে না।
টোনি । আমি হাল্ককে বললুম, ‘যা, ব্যাটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয়।’ হাল্ক এসে বললে কি, ‘ফেলবারও দরকার হল না— সে এক্কেবারে মরে গেছে।’
সকলে । বাঃ বাঃ!— একদম মরে গেছে— ব্যস। আর চাই কি, খুব ফুর্তি কর!
[ বাইরে গোলমাল ]
ঐ দেখ্ থানোসের স্পেসশিপ দেখা যাচ্ছে— দেখেছিস? ঐটা থানোস, ঐ যে দস্তানা হাতে—
সকলে । সে কি! থানোস ব্যাটা তবু মরেনি— ব্যাটার জান্ তো খুব কড়া!
রোডি । এই হাল্ক ব্যাটাই তো মাটি কললে— তখন থানোসকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত— না, ব্যাটা বিদ্যে জাহির করতে গিয়েছে— ‘এক্কেবারে মরে গেছে’—
নাতাশা । চোর পালালে বুদ্ধি বাড়ে—
[ গার্জেনদের প্রবেশ ]
সকলে । কি হে, খবর কি?
গামোরা । আজ্ঞে, আমরা এইমাত্র আসছি—
ভিশন । ব্যস! মস্ত খবর দিয়েছ আর কি!
রোডি । এইমাত্র আসছ? তোপ ফেলতে হবে?
টোনি । আসার সময় কি দেখলে না দেখলে সব ভালো করে গুছিয়ে বল।
গামোরা। আজ্ঞে, আমরা চান টান করেই পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে চাট্টি ভাত খেয়েই অমনি বেরিয়েছি— অবিশ্যি আজকে পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হল জানেন? গ্রুটের কুমড়োটা পচে যাচ্ছিল কিনা—
সকলে । বাজে বকিসনে— কাজের কথা বল্।
গামোরা । হ্যাঁ—হ্যাঁ—খেয়ে উঠেই ঘণ্টা দু-তিন জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব অমিনাস ঘন্টা বাজছে— টং….. টুংং……. ডং…… ডিং…..টিংং……
সকলে । মার—ব্যাটাকে মার—ব্যাটার কান কেটে দে!
রোডি । ব্যাটার টং টং—চলেছে যেন রেকারিং ডেসিমাল!
ডাঃ স্ট্রেঞ্জ । ব্যাটা, তুই ভালো করে ধারাবাহিকরূপে আদ্যোপান্ত পর্যায়পরম্পরা সব বলবি কি না?
টোনি । তারপরে কি হল শুনি—ততঃ কিম্?
গামোরা । (গান) আসিছে থানোস বাজে ঢক্ক ঢোল,
মহা ধুমধাম মহা হট্টগোল।
সকলে । ততঃ কিম্, ততঃ কিম্, ততঃ কিম্?
গামোরা । শঙ্খ হুলাহুলি সানাই নিঃস্বন
কর্তাল ঝঙ্কার অস্ত্রের ঝনন।
সকলে । ততঃ কিম্, ততঃ কিম্, ততঃ কিম্?
গামোরা । লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে
উড়িছে জাহাজ সমুখে পশ্চাতে।
সকলে । ততঃ কিম্, ততঃ কিম্, ততঃ কিম্?
গামোরা । বীর দর্পে সবে করে কোলাহল
মহা আস্ফালনে কাঁপে ধরাতল।
সকলে । ততঃ কিম্, ততঃ কিম্, ততঃ কিম্?
গামোরা । তাহাদের রুদ্র দাপটের চোটে
ভয়ে প্রাণ উড়ে পিলে চমকে ওঠে।
সকলে । ততঃ কিম্, ততঃ কিম্, ততঃ কিম্?
গামোরা । আজি দুর্দিনেতে নাহি করো রক্ষা।
দলে বলে সবে পাবি আজি অক্কা।