প্রভু, উত্তাপভিত্তিক চিত্রায়নে দুই ডজন শত্রুভাবাপন্ন তৃতীয় তলে গোচর হইতেছে। অামি আপনাকে দ্বিতীয়তে ফেলিয়া দেই না কেন?
……
এইরূপে ইহা আরম্ভ হয়। – এই জ্বর, এই ক্রোধ, এই অক্ষমতার অনুভূতি যাহা করিয়া তোলে সুবোধ মানবদিগকে…. নিষ্ঠুর।
তুমি যুদ্ধযাত্রা করিবে?
ওই কুক্কুরীর সন্তান যুদ্ধকে আমাদিগের সমীপে অানিয়াছে।
তুমি জ্ঞাত আছ তুমি ইহা জিতিতে অক্ষম। ইহা আত্মহনন।
আগামী বার যখন তাহারা তোমার আলো আকাশে জ্বালিবে, সেথা যাইও না। চর্মগরুড় প্রাণত্যাগ করিয়াছে,উহাকে সমাধিস্থ কর!! ইহাকে করুণা জ্ঞান করিও।
কহ দেখি…
তোমার রক্তপাত ঘটে?
… ঘটিবে।