বরাবরই কিছু লোক থাকে, অন্যের ভালো দেখলেই যাদের চোখ টাটায়। জোরালো স্টেপ নেওয়ার মুরোদ নেই, আঁতলামি করার আর দোষ ধরার ওস্তাদ। সবকিছুকে তোল্লাই দিয়ে দিয়ে দেশটার কোমর ভেঙে দিয়েছে। এখন দেশ আবার পৃথিবীতে একনম্বর হওয়ার দিকে এগোচ্ছে, তা আর এদের সহ্য হচ্ছে না। এরা নাকি আবার ভারতীয়, এদেরও নাকি প্রচুর মৌলিক অধিকার আছে। শালা।
এখন আবার গরু নিয়ে নাটক আরম্ভ হয়েছে। মহাপাপ করাও একটা মৌলিক অধিকার। ওনাদের চাই। অবশ্য সারা দুনিয়াতেই ‘রামধনু’ নিয়ে যা নোংরামি চলছে, তার তুলনায় এটা তো কিছুই না। লোকে কত নির্লজ্জ হলে রাস্তাঘাটে নেমে এরকম হিজড়েপনা করতে পারে।
আঁতেলগুলো আবার মানুষের ওপর দরদ দেখাচ্ছে। বীফ বন্ধ হয়ে গেলে নাকি আর সস্তায় কোনো মাংস খাওয়া যাবে না। ন্যাকা ষষ্ঠী। দেশ স্বচ্ছ হয়ে যাচ্ছে, গরিবি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, ইন্ডিয়া আর কমদামী সস্তা দেশ থাকছে না – এত কিছু জেনেশুনেও ন্যাকারা বলে মাংস পাওয়া যাবে না। ছোটলোকগুলো। একশো একত্রিশ কোটির দেশে নাকি মাংসের অভাব।
…………………………
[সুইফ্টকাকা, সরি _/\_ ]